ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণ ও তাদের আস্থা দেখতে চায় কমনওয়েলথ। ঢাকা সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে আগামী নির্বাচনের খুঁটিনাটি জানতে বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি, বিএনপি ও জামায়াতের সঙ্গে। প্রতিটি বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, পরিবেশ ও প্রত্যাশা স¤পর্কে জানতে চেয়েছেন শার্লি বোচওয়ে।
কমনওয়েলথ মহাসচিবকে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাদের বৈঠকে ইসির প্রস্তুতি, অগ্রগতি, বিদেশ থেকে ভোটদানসহ গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায় বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বৈঠক শেষে তিনি বলেন, কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে সিইসির কাছে জানতে চেয়েছেন। এ সময় জানানো হয়, ভোটের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। বিদেশে বসবাসকারী ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং-আইসিপিভি’র প্রক্রিয়াও চলছে। ৫৩ বছরের ইতিহাসে এই প্রথম প্রবাসীদের এই অন্তর্ভুক্তি জেনে মহাসচিব সন্তোষ প্রকাশ করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও জানতে চান কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে। জবাবে ইসি বলেছে, সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন-এই তিন জোনে ভাগ করা হচ্ছে। সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। গণভোট প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, কমনওয়েলথ মহাসচিব বলেছেন, একইদিনে রেফারেন্ডাম আয়োজন নির্বাচন কমিশনের জন্য বাড়তি দায়িত্ব। তবে ইসি যে প্রস্তুতি নিয়ে এগোচ্ছে, তা দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
কমনওয়েলথ মহাসচিবকে উদ্ধৃত করে ইসি সচিব বলেন- নির্বাচনি ব্যবস্থার প্রতি মানুষের আস্থা-ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রচার-প্রচারণা চালানো
জরুরি। সিইসি বলেছেন, প্রয়োজনীয় প্রচার চলছে এবং রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করবে বলে আশা করা হয়। এদিন দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিএনপি ও জামায়াতের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদল বৈঠক করে। বিএনপির পক্ষ থেকে বৈঠকের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জামায়াতের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।
জাপার বৈঠক : জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। গতকাল সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন দলটির মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার ও জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা।