আগামী ২৭ নভেম্বর থেকে রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে চার দিনব্যাপী সিরামিক এক্সপো, বাংলাদেশ-২০২৫। এটি এশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী। এতে বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠানসহ ৩০০টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মেলা চলাকালীন তিনটি সেমিনার, জব ফেয়ার, বিটুবি এবং বিটুসি মিটিং, র?্যাফেল ড্র, আকর্ষণীয় গিফট, লাইভ ডেমোনেস্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উন্মোচনের সুযোগ।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। আয়োজকরা জানান, ২৯ নভেম্বর মেলার একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সিরামিক পণ্যের কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তির ওপর বিশ্বমানের এই প্রদর্শনীতে ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ারস অংশ নেবেন। সিরামিক প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং সরবরাহকারীরা মেলায় তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন। মেলায় দেশীয় প্রতিষ্ঠানের উৎপাদিত সিরামিক সামগ্রী প্রদর্শনের পাশাপাশি দুই দিনব্যাপী সিরামিক শিল্পে দক্ষ জনশক্তি তৈরি ও সিরামিক পণ্য রপ্তানিতে বাজার ও সুবিধা-অসুবিধার অনুসন্ধান হবে।
বিসিএমইএ প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, সিরামিক পণ্য রপ্তানি করে বছরে ৫০০ কোটি বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। একদা ৮০ ভাগ রপ্তানিনির্ভর সিরামিক শিল্প এখন ৮০ ভাগই স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে, ২০ ভাগ আমদানি করা হচ্ছে। বিসিএমইএর জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন বলেন, উন্নত ও গুণগতমান এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি সিরামিক পণ্যের কদর বাড়ছে। শুধু তাই নয়, একই সঙ্গে নতুন নতুন বাজারও সৃষ্টি হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম এবং পরিচালক মো. জিয়াউল হক জিকু।