দেশে আইটি সেক্টরে তরুণ-তরুণীদের মেধা ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে তরুণ উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সারদের মিলনমেলা। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং স্টার্টআপ কালচার, ইউএক্স ডিজাইন, সাইবার নিরাপত্তা ও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে সেশন অনুষ্ঠিত হয়। গতকাল নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘এলিভেটপে বিটপা কনফারেন্স-২০২৫’-এ অংশ নেন প্রায় ৮০০ তরুণ উদ্যোক্তা। তারা আইটি খাতের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রযুক্তির সম্ভাবনা নিয়ে অনলাইন এক্সপার্টদের মতামত গ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ আইটি প্রফেশনাল অ্যাসোসিয়েশন (বিটপা)। এ সময় সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, ‘তরুণ প্রজন্ম যদি প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠে, তবে বাংলাদেশ আগামী দশকে বিশ্বমানের আইটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।’
অংশগ্রহণকারী তরুণরা বলেন, তারা নতুন উদ্যম ও আত্মবিশ্বাস নিয়ে ফিরে যাচ্ছেন। এ ধরনের কনফারেন্স শুধু শিখতে নয়, নিজের ভিতরে লুকিয়ে থাকা স্বপ্ন ও সাহস জাগিয়ে তোলে। বক্তৃতা করেন রাফায়েত রাকিব, নাহিদ হাসান কাওসার, অলতামিশ নাবিল, রাফায়াত রাকিব, রিফায়েত রিফাত, মুহিব্বুর রশিদ, আনাম আহমেদ, ফয়সাল জাফরী, নাজমুল হাসান, রাজু সাহা।