রাজধানীর উত্তরায় ১৭ নম্বর সেক্টরে কাশবনের ভিতর থেকে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টায় লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ওই তরুণীর বয়স ২০-২২ বছর। তার পরনে লাল ও কালো রঙের জামা ছিল। ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে গেছে। তার পরিচয় এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টায় এলাকাবাসী কাশবনের ভিতর এক নারীর লাশ দেখতে পেয়ে দ্রুত তুরাগ থানা পুলিশকে খবর দেয়। তুরাগ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।