সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীরা মহাখালীর তিতুমীর কলেজের সামনের সড়কে অবস্থান নেন। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কগুলোতেও সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়। শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজের স্বতন্ত্র কাঠামো বজায় রাখা, আসন বাড়ানো, কলেজে উচ্চমাধ্যমিক স্তর যুক্ত না করাসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেন।
বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরে যেতে অনুরোধ জানানো হয়। প্রথমে তারা রাজি না হলেও পরে সড়ক ছেড়ে দেন। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে রাস্তার উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ করে আন্দোলন করছেন। এ ক্ষেত্রে উত্তরার দিক থেকে আসা যানবাহনগুলোকে কাকলী বামে টার্ন করে গুলশান-২ হয়ে গুলশান-১ পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে বলা হয়। জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে আসা গাড়িগুলোকে বনানী কবরস্থানের সামনের ইউটার্ন (ছোট যানবাহন) ও আর্মি স্টেডিয়ামের সামনে গিয়ে ইউটার্ন করে গুলশান-২ হয়ে গন্তব্যের দিকে যেতে বলা হয়। এ ছাড়া জাহাঙ্গীর গেট থেকে একইভাবে ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিকে যেতে বলা হয়।