সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট। কোনো প্রার্থীর ডোপ টেস্টের ফলাফল পজিটিভ হলে তিনি প্রার্থী হতে পারবেন না। সম্প্রতি প্রকাশিত শাকসু ও হল সংসদ নির্বাচনি আচরণবিধিমালায় এ তথ্য জানানো হয়। প্রার্থী নিজ উদ্যোগে শাবিপ্রবির বায়োকেমিস্ট্রি (বিএমবি) বিভাগে ডোপ টেস্টের স্যাম্পল দেওয়ার পর প্রাপ্ত রসিদটি মনোনয়নপত্রের সঙ্গে জমা দেবেন।
নির্বাচন কমিশন অফিস সব প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট সংগ্রহ করবে। ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
এর আগে গত রবিবার শাকসুর তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর ভোট হওয়ার কথা রয়েছে।