অক্টোবরে দেশে ৪৫২ সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৫৮৯ জন। গতকাল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে ঢাকা বিভাগে ১১৫ দুর্ঘটনায় ১০৯ জন নিহত ও ১৬৩ জন আহত হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৮ দুর্ঘটনায় ৮৯ জন নিহত ও ১৮৮ জন আহত, রাজশাহী বিভাগে ৫৪ দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ৪৪ জন আহত, খুলনা বিভাগে ৫৯ দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ৩০ জন আহত, বরিশাল বিভাগে ২৯ দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৫৯ জন আহত, সিলেট বিভাগে ২৩ দুর্ঘটনায় ২২ জন নিহত ও ৪১ জন আহত, রংপুর বিভাগে ৫১ দুর্ঘটনায় ৪৮ জন নিহত ও ৪৫ জন আহত এবং ময়মনসিংহ বিভাগে ২৩ দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। আরও বলা হয়, সড়ক দুর্ঘটনায় মোটরযানের মধ্যে মোটরকার বা জিপ ১৫, বাস বা মিনিবাস ১১৪, ট্রাক বা কাভার্ড ভ্যান ১২৪, পিকআপ ৩১, মাইক্রোবাস ২৩, মোটরসাইকেল ১৬৪, ভ্যান ২২, ট্রাক্টর ৫, ইজিবাইক ২৭, ব্যাটারিচালিত রিকশা ১১, অটোরিকশা ৪১ ও অন্যান্য যান রয়েছে ১১৮টি।
এসবের মধ্যে মোটরকার দুর্ঘটনায় ২, বাস ৬৪, ট্রাক বা কাভার্ড ভ্যান ৪৮, পিকআপ ১১, মাইক্রোবাস ৮, মোটরসাইকেল ১৩০, ভ্যান ২১, ট্রাক্টর ১, ইজিবাইক ১৭, ব্যাটারিচালিত রিকশা ১১, অটোরিকশা ৩২ ও অন্যান্য যান দুর্ঘটনায় ৯৬ নিহত হয়।