সিলেটে সুরমা নদীতে নৌকা ডুবে এক মাঝি নিখোঁজ হয়েছেন। গতকাল দুুপুরে কানাইঘাট ঝিঙ্গাবাড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাঝি ধলাই মিয়া (৬৫) কানাইঘাট উপজেলার ফালজুর গ্রামের বাসিন্দা। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
স্থানীয় সূত্র জানান, কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি ঘাট থেকে নৌকা নিয়ে ধলাই মিয়া নদী পার হচ্ছিলেন। মাঝনদীতে নৌকা উল্টে গেলে তিনি তলিয়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।