বিএনপির দুর্গখ্যাত বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে এবার হেভিওয়েট প্রার্থীর ছড়াছড়ি। বিএনপির প্রার্থী হিসেবে বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু সম্ভাব্য প্রার্থী হয়ে মাঠে নেমেছেন। এ আসনে বিএনপির অন্যান্য মনোনয়নপ্রার্থী হলেন অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আতাউর রহমান খান মুক্তা, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আবদুুল মহিত তালুকদার, বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, প্রবাসীকল্যাণ সম্পাদক আবদুল মান্নান, সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। এলাকায় সবাই হ্যাভিওয়েট হিসেবে পরিচিত।
এই আসনে জামায়াতের একক প্রার্থী হিসেবে গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ আবু তাহের মনোনীত হয়েছেন। এ ছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে সুরেশ চন্দ্র দাস মনোর নাম ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে লড়াই হবে বিএনপি-জামাতের। প্রার্থীরা পৃথক পৃথকভাবে কর্মিসভা, সমাবেশসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করছেন। হাটবাজার, চায়ের দোকানসহ জনবহুল এলাকাগুলোতে ভোটারদের মুখে নির্বাচনের সম্ভাব্য এসব প্রার্থীর নাম নিয়ে খোশগল্প চলছে।
বিএনপির সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু বলেন, ’৯০-এ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল থেকে এজিএস নির্বাচিত হই। এরপর দীর্ঘসময় এরশাদ-বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে স্বৈরাচারের পতন ঘটাই। ৯৪ সালে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করি। তিনি আরও বলেন, ২০০০ সালে ছাত্রদলের সভাপতি থেকে বগুড়া জেলার সব কলেজ, স্কুল ও বিভিন্ন মাদ্রাসায় ছাত্রদলের সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করি। সর্বশেষ জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি হয়ে বগুড়া পৌর এলাকার সব ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত করেছি। আগামী নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে চাই।
বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আতাউর রহমান খান মুক্তা বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত আছি। সে কারণে আমি আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সাধারণ জনগণকে আইনি সহায়তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সঙ্গে সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাব।
ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে এবার বেশ আগে থেকেই মাঠে নেমেছেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। তারা দিন-রাত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে। চায়ের স্টল থেকে শুরু করে পাড়া-মহল্লায় প্রার্থিতার কথা জানান দিচ্ছেন তারা।