বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘সৃজনশীল ও কার্যকর বই বিক্রয় কৌশল’ শীর্ষক কর্মশালা। গতকাল বিকালে পুরান ঢাকার স্থানীয় একটি রেস্তোরাঁয় এটি অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। পরিচালনা করেন প্রশিক্ষক ও মোটিভেশনাল স্পিকার রাজীব আহমেদ। সমিতির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান, সহসভাপতি মো. হেলালউদ্দিন ও প্রকাশক ওয়াহিদ তুষার। কর্মশালার উদ্বোধনকালে মারুফ কামাল খান সোহেল বলেন, ‘আপনি যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন তাদের হাতে হাতে, ঘরে ঘরে ইন্টারনেট এবং প্রযুক্তির বহুল ব্যবহার এবং সুযোগসুবিধাও অনেক বেশি। কিন্তু তারা এখনো প্রায় সবাই বই পড়েন।’
এদিকে গতকাল ছিল বরেণ্য গীতিকবি অতুলপ্রসাদ সেনের ১৫৫তম জন্মদিন। তাঁর লেখা ও সুরারোপিত গানে জন্মদিনে এ গীতিকবিকে স্মরণ করে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। এ দিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। ‘আপন কাজে অচল হলে চলবে না রে চলবে না’ প্রতিপাদ্যে ২০টি গান দিয়ে সাজানো ছিল ২ ঘণ্টাব্যাপী এ সুরের আসর।
সুরের ধারার শিল্পীদের কণ্ঠে ‘যাবো না, যাবো না, যাবো না ঘরে/বাহির করেছে পাগল মোরে’ গানটির দলীয় পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সমবেতকণ্ঠে শিল্পীরা আরও কয়েকটি গান পরিবেশন করেন। দর্শক শ্রোতাদের আনন্দন্ডউচ্ছ্বাস আর মুহুর্মুহু করতালিতে অনুষ্ঠানে সৃষ্টি হয় প্রাণের আবেশ। অতুলপ্রসাদের সুরে স্নাত হয়ে মিলনায়তন ত্যাগ করেন সুরানুরাগীরা।