গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান জানান, এ সময় চালক সড়কের ওপর গাড়ি থামিয়ে নেমে যান। মুহূর্তের মধ্যে আগুন পুরো অ্যাম্বুলেন্সে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, অ্যাম্বুলেন্সে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না।
বিডি প্রতিদিন/কেএইচটি