শেয়ারবাজারে ফের লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে কমছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমেছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ফলে বেড়েছে সবকটি মূল্যসূচক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমেছে প্রতিষ্ঠানের শেয়ার। এরপরও বাজারটিতেও মূল্যসূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার। বিপরীতে দাম কমেছে ৫৩টির। আর ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৬৪ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৪২ কোটি ৪০ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪৭ কোটি ৭৬ লাখ টাকা। এদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১১ প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দাম বেড়েছে।
বিপরীতে দাম কমেছে ৯৪টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০ কোটি ৭০ লাখ টাকা।