গণমাধ্যমকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের (২৬) লাশের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গত রবিবার রাতে ঝিনাইদহ শহরে তাদের নিজ বাসায় শেষকৃত্য সম্পন্ন করা হয়। স্বর্ণময়ী বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে একটাই অনুরোধ- আমার বোনকে নিয়ে কেউ যেন বাজে কোনো মন্তব্য না করে। এর আগে এ ঘটনায় স্বর্ণময়ী বিশ্বাসের ভাই সৌরভ বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপমৃত্যু মামলা করেছেন। আর ময়নাতদন্ত শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে স্বর্ণময়ীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তারা আত্মহত্যার কথা উল্লেখ করে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। পরে তাদের কাছে স্বর্ণময়ীর লাশ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাসের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।