ফ্যাসিবাদের পতন হলেও ইসলামবিদ্বেষ দূর হয়নি বলে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল বিকালে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন দাবি করা হয়। যৌথ বিবৃতিতে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, ভিকারুননিসা নূন স্কুলে ধর্মপ্রাণ হিজাবি ছাত্রীদের ‘জঙ্গি’ অপবাদ দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়া এবং হবিগঞ্জে দাড়ি রাখায় তিন কনস্টেবলকে শাস্তি প্রদান- দুটো ঘটনাই মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন। ইসলামবিদ্বেষ রোধ করার স্বার্থে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর প্রাতিষ্ঠানিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।