চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় করা মামলার এক আসামি গ্রেপ্তার হওয়ায় শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন, মিড লেভেল চিকিৎসকসহ কর্মচারীরা। গতকাল হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র স্টোর অফিসার ডা. আবদুল মুনয়েম সাদ। তিনি বলেন, ‘হাসপাতালের চিকিৎসক ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ওপর হামলা ও হুমকি দেওয়ার ঘটনায় শাডডাউন কর্মসূচিতে যাওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের পূর্বে দাবি মেনে নেওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়েছে। দুপুরের পর থেকে সব চিকিৎসক দায়িত্ব পালন শুরু করেছেন।
এর আগে সোমবার পৃথক সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা শাটডাউন কর্মসূচি শুরুর জন্য আলটিমেটাম দিয়েছিলেন। এর মধ্যে মিড লেভেলের চিকিৎসকরা ৪৮ ঘণ্টার ও ইন্টার্ন চিকিৎসকরা ২৪ ঘণ্টার সময় দিয়েছিলেন।