আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ছাড়া পরদিন ১১ আগস্ট নওগাঁ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দলটির রাজশাহী বিভাগের দায়িত্বশীল নেতাদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বৃহস্পতিবার চিঠি দিয়ে বিষয়টি সংশ্লিষ্ট নেতাদের জানিয়েছেন।