জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গতকাল কক্সবাজারে পদযাত্রা পরবর্তী সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কে পিআর বোঝে কে বোঝে না, তার জন্য সংস্কার অপেক্ষা করবে না। জনগণ সংস্কার বোঝে, জনগণ সংস্কার চায়। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র সবকিছু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে।’
তিনি উল্লেখ করেন, আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতিতে সংসদের উচ্চ কক্ষ প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরিকরণ- এই দুটি সংস্কারে রাজনৈতিক ঐকমত্য গঠিত হলেই ‘জুলাই সনদ’ তৈরি সম্ভব। তিনি বলেন, ‘উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সব সেক্টরে নিরপেক্ষ নিয়োগে কমিশন গঠন করতে হবে।’
সভায় বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ ডা. তাসনিম জারা, সামান্থা শারমিন, নাসিরুদ্দীন পাটোয়ারী, এস এম সুজা উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা।