কুয়েতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ কূটনীতিক পারমিতা ত্রিপাঠী। বর্তমানে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা শিগগিরই কুয়েতে যোগ দেবেন।
গত ১২ সেপ্টেম্বর (২০২৫) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। ২০০১ ব্যাচের ভারতীয় পররাষ্ট্র পরিষেবা (আইএফএস) কর্মকর্তা পারমিতা ত্রিপাঠী দুই দশকেরও বেশি কূটনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি সিঙ্গাপুরে ভারতীয় হাই কমিশনে ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নয়াদিল্লিতে পাকিস্তান ও জাতিসংঘ ডেস্ক (২০০৫-২০০৮) সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বিদেশে তার অভিজ্ঞতার মধ্যে রয়েছে ব্রাসেলস (২০০৩-২০০৫) ও টোকিও (২০০৮-২০১১) মিশন।
পারমিতা ত্রিপাঠী জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ভারতীয় রাজস্ব পরিষেবার কর্মকর্তা প্রদ্যুম্নের স্ত্রী।
অন্যদিকে, কুয়েতে ভারতের বর্তমান রাষ্ট্রদূত ড. আদর্শ সোয়াইকা শিগগিরই তার মেয়াদ শেষ করবেন। তিনি কেনিয়া প্রজাতন্ত্রে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।
উল্লেখ্য, ভারত ও কুয়েত ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। ২০২১-২২ সালে দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উদযাপন করে। ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়েত সফরের মধ্য দিয়ে এই সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হয়।
বিডি প্রতিদিন/হিমেল