হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তিতে বিলম্ব হওয়ায় ফের বেনিয়ামিন নেতানিয়াহুকে দোষারোপ করল ভুক্তভোগীদের পরিবার। তারা বলেছেন, জিম্মিদের ঘরে ফেরাতে এবং শান্তি চুক্তিতে পৌঁছাতে একমাত্র বাধা নেতানিয়াহু।
জিম্মি ও নিখোঁজ পরিবার ফোরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, বন্দিদের ঘরে ফেরাও। আরও বলা হয়েছে, যখনই একটি চুক্তির সম্ভাবনা দেখা দেয় তখনই নেতানিয়াহু সেখানে বাধা হয়ে দাঁড়ায়।
এর আগে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদেরকে উদ্দেশ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে হামাসের পাঁচ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মী নিহত হন। ওই হামলার পরই এমন মন্তব্য করেছে গ্রুপটি।
শনিবার নেতানিয়াহু জানিয়েছে, কাতার থেকে হামাস নেতাদের নিমূর্লের মাধ্যমে জিম্মি মুক্তি ও যুদ্ধ শেষ করার প্রধান বাধা দূর হবে। তিনি হামাসের বিরুদ্ধে সকল প্রকার যুদ্ধবিরতি প্রচেষ্টায় বাধা দেওয়ারও অভিযোগ আনেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার ইসরায়েলের উদ্দেশ্য রওনা করেন। ধারণা করা হচ্ছে, তিনি নেতানিয়াহুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। তবে জিম্মিদের পরিবারগুলো তাদেরকে ঘরে ফেরাতে নেতানিয়াহুর ব্যর্থতাকেই দায়ী করেছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ