রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মো. মুজিবুর রহমান (৫০) নামের এক ব্যক্তির। তিনি মোটরসাইকেলে করে মেয়ে মারিহাকে কলেজে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা ঘটলে স্থানীয়রা গুরুতর আহত মুজিবুরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টা ১২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মুজিবুর রহমান দক্ষিণখান থানাধীন আজমপুর মধ্যপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম আবু সাঈদ। নিহতের শালিকা শরিফা জানান, মেয়ে মারিহাকে কলেজে দিয়ে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে বা কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ