বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) প্রথম নির্বাচিত সভাপতি আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন। প্রথমবারের মতো সরাসরি ভোটে বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সংগঠনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন তাঁরা। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ ভোট অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদস্যরা ভোট দিয়ে বিপিএমসিএর নেতৃত্ব নির্বাচিত করেন। ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন বোর্ড এ নির্বাচন পরিচালনা করেছে।
মহিউদ্দিন-মুকিত পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে ঢাকার বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ আবদুস সবুর নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম এ মুকিত প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা সভাপতি পদে এবং ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিপিএমসিএর কার্যনির্বাহী কমিটির সভাপতি এক, সাধারণ সম্পাদক এক, সহসভাপতি পাঁচ, যুগ্মসম্পাদক চার, অর্থ সম্পাদক এক, সাংগঠনিক সম্পাদক এক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তিন, আইনবিষয়ক সম্পাদক এক, শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এক এবং কার্যনির্বাহী সদস্য তিন-মোট ২১ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১০ ভোটের মধ্যে ৯২টি কাস্ট হয়েছে।