চট্টগ্রামে এক দিনে ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গতকাল বিকালে প্রকাশিত জেলা সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখ করা হয়েছে। জানা গেছে, চট্টগ্রামে চলতি জুলাই মাসে এখন পর্যন্ত মোট ১৪১ জনের ডেঙ্গু শনাক্ত হয়। হাসপাতালে ভর্তি আছেন ৩৮ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত ৫৮৬ জনের শরীরে ডেঙ্গু ধরা পড়ে। জানুয়ারিতে একজন ও এপ্রিলে একজনসহ ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর মারা গেছেন মোট দুজন। জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত বছর চট্টগ্রামে ৪ হাজার ৩২৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হন। মারা যান ৪৫ জন। এ বছর জানুয়ারি থেকে ডেঙ্গু রোগীর দেখা মেলে। জানুয়ারি মাসে ৭০, ফেব্রুয়ারিতে ২৮, মার্চে ২২ ও এপ্রিলে ৩৩ জন অক্রান্ত হন। তবে মে থেকে এ সংখ্যা বাড়তে থাকে। মে মাসে ১১৬ জন ও জুনে ১৭৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়।