ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সৈয়দ ফয়জুল করীম বলেছেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে আদর্শ ও মার্কা ভিত্তিক নির্বাচন হবে। প্রত্যেক আদর্শের মানুষ তাদের প্রতিনিধির মাধ্যমে সংসদে কথা বলতে পারবেন। যারা জ্ঞানী তারাই পিআর সিস্টেমে নির্বাচন চায়। আমরা ২০১৮ সালের নির্বাচনি ইশতেহারেও এ কথা উল্লেখ করেছিলাম। সেই সময় কয়েকজন নির্বাচন কমিশনারও এর পক্ষে মতামত দিয়েছিলেন। গতকাল বিকালে বেলকুচি উপজেলার বওড়া কওমি মাদরাসার হলরুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওলানা সানোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হক আজাদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মো. নুরুন নবী, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ, জেলা কমিটির সভাপতি মাওলানা আবদুুস সামাদ ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোতালেবুর রহমান প্রমুখ।