বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব ও দুস্থ আরও ৩৮ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন ও দোয়ারকা দাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে তাদের অপারেশন হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. অ্যান্থনি অ্যালবার্ট, ডা. মজুমদার গোলাম রাব্বি, ডা. আক্তার ফেরদৌসি জাহান ও ডা. নুসরাত লুবনা ইসলাম।
অধ্যাপক ডা. মো. সালেহ আহমদ বলেন, ‘হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত সারা দেশে ক্যাম্পের মাধ্যমে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসার জন্য আমাদের ডাকা হলে আমরা গিয়ে গরিব রোগীদের চক্ষু সেবা দিয়ে থাকি।’ আর প্রতিষ্ঠানটির ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মোহাম্মদ আহসান হাবীব বলেন, ‘দুস্থদের সেবায় আগে থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারা দেশে নিয়মিত বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে গরিব রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। ক্যাম্পের মাধ্যমে এখন পর্যন্ত ৩ হাজার ৬০৭ জন রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে।’ উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ১ হাজার ২৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ১৫০ জনকে ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। গতকাল সেখানকার দ্বিতীয় ব্যাচের ৩৮ জন রোগীর অপারেশন হয়।