বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা বছরের পর বছর নির্যাতিত হয়েছে, বিএনপির ওপর আস্থা রেখে দলের সঙ্গেই আছেন, তাদের মূল্যায়ন করতে হবে। দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, কোনোভাবেই সুযোগসন্ধানীদের সুযোগ দেবেন না। গতকাল বিকালে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টি এস আইউব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নী প্রমুখ। অধ্যাপক নার্গিস বেগম বলেন, দলের মধ্যে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে দ্বন্দ্ব নয়। অন্য দলে প্রার্থী খুঁজতে হয়। আর অনেক প্রার্থীর ভিড়ে বিএনপিকে একজন প্রার্থী বাছাই করতে হয়। আগামী নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।