রাজশাহীতে ভাঙা রেললাইনের ওপরে পাটের বস্তা গুঁজে চালানো হচ্ছে ট্রেন। ফলে ধীরগতিতে চলাচল করছে রাজশাহীতে যাওয়া-আসা করা ট্রেনগুলো। গতকাল সকালে রাজশাহী নগরীর নতুন বুধপাড়া লেভেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কাজে এসে রেললাইন ভাঙা দেখতে পান রেলওয়ের কর্মীরা। এরপর তারা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা জানান, রেললাইন মেরামত করা হবে। ছোট ভাঙা, রেললাইনের টপ প্রায় ৬-৭ ইঞ্চি ভেঙে গেছে। ট্রেন চলাচল করছে। দ্রুত মেরামত করা হবে।
এমন অবস্থায় বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস, লোকাল মেইল ট্রেন চলাচল করতে দেখা গেছে। এদিকে একই দিন সকালে নাটোরের লোকমানপুর স্টেশন এলাকায় ট্রেনের লাইন ভেঙে গেছে। সেখানেও পাটের বস্তা গুজে চালানো হচ্ছে ট্রেন। মেরামতের কাজ করা হচ্ছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিব জানান, প্রাথমিকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে পাটের বস্তা ব্যবহার করা হয়েছে। তবে ওই ভাঙা জায়গাগুলো মেরামত শুরু হয়েছে।