২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান সংস্থাটির সমন্বিত কার্যালয় গাজীপুরে মামলাটি করেন।
অন্য আসামিরা হলেন প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোতালিব হোসেন, শহিদুল ইসলাম, জিসিসির সার্ভেয়ার মোকলেছুর রহমান মুকুল, শামীম হোসাইন, আশরাফুল আলম রানা ও প্লুটু চাকমা।
মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের কোনাবাড়ী শাখায় সিটি করপোরেশন নামে ভুয়া হিসাব খুলে ২ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। হিসাব খোলার সময় কেওয়াইসি ফরমে জাহাঙ্গীর তাঁর ব্যক্তিগত বাংলালিংক নম্বরটি ব্যবহার করেন। ব্যাংক হিসাব সিটি করপোরেশনের সভার রেজল্যুশন ছাড়াই তাঁর একক স্বাক্ষরে পরিচালিত হয়েছে।