রংপুর নগরীতে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। নিহতরা দুলাভাই-শ্যালিকা বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে নগরীর ঢাকা–রংপুর মহাসড়কের তাজহাট থানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর বালাপাড়া এলাকার আনসার আলীর ছেলে আসাদুল ইসলাম (৩৫) তার শ্যালিকা, বিনোপুর এলাকার তরিকুল ইসলাম পাপ্পুর মেয়ে পান্না (২০)-কে মোটরসাইকেলে করে শহরে আসছিলেন। বিকেল ৪টার দিকে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান জব্দ করে চালককে আটক করেছে। আটক চালক হলেন সাদ্দাম হোসেন (২৫), তিনি পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার আলিযার রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাজহাট থানার ওসি শাহজাহান আলী বলেন, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/আশিক