হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সংকটপূর্ণ পরিস্থিতিতে ইসলামি দলগুলোকে এগিয়ে আসতে হবে। আর যাতে কেউ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে, ওলামায়ে কেরামের ওপর জুলুম করতে না পারে, স্বাধীন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে- এজন্য সঠিক আকিদায় বিশ্বাসী ওলামায়ে কেরাম ও ইসলামী দলগুলোকে এক হয়ে কাজ করতে হবে।
গতকাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাবুনগর মাদরাসায় হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় খেলাফত আন্দোলন প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, হাজী জালাল উদ্দিন বকুল প্রমুখ।
মতবিনিময় কালে আমিরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ইসলাম ও দেশের স্বার্থে এবং দেশের জনগণের প্রত্যাশা পূরণে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য খেলাফত আন্দোলন সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে। আমিরে হেফাজতের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দোয়া ও দিকনির্দেশনা থাকলে এ কাজ অর্থাৎ ইসলামী দলগুলোর ঐক্য সহজ হবে।