রাজধানীর ওয়ারী থানাধীন লালমোহন শাহ স্ট্রিটের একটি বাসায় ১ বছর ৬ মাস বয়সী শিশুর মাহাদী হাসান বালতির পানিতে পড়ে মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর মামা আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে লালমোহন শাহ স্ট্রিটে নিজ বাসার পাঁচ তলার রুমে তার মা লাকি বেগম রুটি বানাচ্ছিলেন। এসময় মাহাদী হাসান হাঁটতে হাঁটতে বাড়ির এসির পানি বালতিতে পড়ে যায়। অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এর জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মাহাদী হাসান দুই ভাইয়ের মধ্যে ছোট এবং তার বাবা আবুল বাশার, যিনি একশোসোরিজ ব্যবসায়ী।
বিডি প্রতিদিন/আশিক