রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকার একটি তিন তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের ওই ভবনের আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনো তারা জানতে পারেননি। বিষয়টি নিয়ে কাজ চলছে।