নতুন অর্থবছর ২০২৫-২৬ এর প্রথম দিনে শেয়ারবাজার ছিল ঊর্ধ্বমুখী। গতকাল ডিএসই এবং সিএসসিতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের গতি। গতকাল অর্থবছরের শুরুর দিনে লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ২৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাজারটিতে ৪৭৯ কোটি ৫২ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৬৪ কোটি ৫৩ টাকার। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৪ কোটি ৯৯ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল বিচ হ্যাচারি। কোম্পানিটির ২০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেম শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৩ লাখ টাকার। ১৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১০ প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৪টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৫ কোটি ৮০ লাখ টাকা।