দেশে করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭ জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এদিকে নোয়াখালী প্রতিনিধি জানান, কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
গতকাল সকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, জেবল হক কবিরহাটের লামছি গ্রামের গনু মিয়ার ছেলে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চলতি বছর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন এবং শনাক্ত হয়েছেন ৬০৯ জন।