ঋণখেলাপি করার সময় ৯০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করার দাবি জানিয়েছেন পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা নয় মাস থেকে কমিয়ে তিন মাস করা হয়েছে। অনেক সময়ে আর্থিক কারণে উদ্যোক্তা এ সময়ের মধ্যে ঋণের কিস্তি পরিশোধ করতে পারেন না। ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা ছয় মাসে উন্নীত করা হলে ৫০০-৬০০ পোশাক কারখানা ক্লাসিফায়েড ঋণ থেকে রক্ষা পাবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে বিজিএমইএর প্রতিনিধি দল নিয়ে সাক্ষাৎ করে তিনি এ দাবি জানান। এ সময় সংগঠনের সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, নির্বাহী সদস্য মো. কামাল উদ্দিনসহ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এসএসজিপি, কম্পোনেন্ট ম্যানেজার-১ ড. মোস্তফা আবিদ খান, কম্পোনেন্ট ম্যানেজার-২ এসএসজিপি ড. মো. রেজাউল বাসার সিদ্দিকী, ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট, এসএসজিপি নেছার আহমদ, যুগ্ম সচিব আবুল কালাম আজাদ এবং কমিউনিকেশন স্পেশালিস্ট মেহেদী মোশাররাফ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ সময় বিজিএমইএর পক্ষ থেকে তৈরি পোশাকশিল্পের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাংক-সংক্রান্ত সমস্যাবলি, এনবিআর-সংক্রান্ত বিষয়, শিল্পে গ্যাস সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানিসহ চট্টগ্রাম বন্দরের দক্ষতা উন্নয়ন, ট্রেড লাইসেন্স, ইআরসি, আইআরসি এবং অন্যান লাইসেন্সের মেয়াদ অন্তত ৫ বছর করা, রাজউক কর্তৃক ড্যাপের আওতায় ইতিপূর্বে নির্মিত কারখানাগুলোর হয়রানি বন্ধ করার বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে দাবি জানানো হয়। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান শিল্প ও দেশের স্বার্থে নগদ-সহায়তা বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান। বিজিএমইএ নেতারা পোশাকশিল্পে ১ শতাংশ হারে কর্তনকৃত উৎসে করকে বছর শেষে চূড়ান্ত করদায় হিসেবে নিষ্পত্তি করার সুপারিশ করেন। একই সঙ্গে প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে পুনঃঅর্থায়ন স্কিমটি আবার চালু করে ২০৩০ সাল পর্যন্ত কার্যকর করার অনুরোধ জানান। এ ছাড়া উদ্যোক্তাদের সহায়তায় রপ্তানির বিপরীতে একটি ফোর্সড তহবিল গঠনেরও প্রস্তাবনা দেন, যেখান থেকে সংকটের সময়ে সংশ্লিষ্ট কারখানা শ্রমিকদের বেতন প্রদান ও অন্যান সমস্যা সমাধান করতে পারবে। ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, সরকার পোশাকশিল্প সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত আছে এবং এ শিল্পকে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করে যাবে।