ব্রিকস-প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ বছর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ঋণের পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা করেছে। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানান সাংহাই-ভিত্তিক বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ। তিনি জানান, তাদের ব্যাংক সম্প্রসারিত ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেসিলিয়েন্ট প্রকল্প বাস্তবায়নের জন্য ৩২০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে কিন্তু এই বছর এটি বাংলাদেশের উন্নয়ন চাহিদার পরিপ্রেক্ষিতে তহবিলের পরিমাণ তিনগুণেরও বেশি করতে চায়। প্রধান উপদেষ্টা নতুন বহুপক্ষীয় ঋণদাতার ভূমিকার প্রশংসা করে বলেন, এটি এর উন্নয়ন অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ ও ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।