যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল জানিয়েছে, যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি এলাকায় গত ২২ মে সংঘর্ষের জেরে ১৪টি পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়ার উদ্যোগ নেয়। জিওসি ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে গতকাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্নির্মাণ করা ঘরবাড়ি ও আসবাবপত্র হস্তান্তর করেন। - আইএসপিআর
আইএসপিআর জানিয়েছে, এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেনাবাহিনী শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে।