চট্টগ্রামের বাঁশখালীতে ২২ দিন আগে কাদা থেকে উদ্ধার হওয়া সেই মা হাতিটি মারা গেছে। গতকাল চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। প্রায় ৪০ বছর বয়সী মা হাতিটি অপুষ্টির কারণে দুর্বল হয়ে পড়েছিল এবং তার বাম পা অবশ হয়ে গিয়েছিল বলে জানা গেছে। চট্টগ্রাম বন্যপ্রাণী বিভাগের বন্যপ্রাণী কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে হাতিটি মারা গেছে।
উল্লেখ্য, গত ৬ মার্চ উদ্ধারের পর থেকে হাতিটি স্যালাইন খাচ্ছিল এবং কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসকদের অধীনে চিকিৎসা চলছিল। ইতোমধ্যে এটির শারীরিক সমস্যা সমাধানের জন্য অ্যান্টিবায়োটিকও দিয়েছিল চিকিৎসকরা। এর আগে বন বিভাগ এবং স্থানীয় গ্রামবাসীর সহায়তায় হাতিটিকে উদ্ধার করা হয়।