বাংলাদেশ সেনাবাহিনী গতকাল সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনামালঞ্চে মহান স্বাধীনতাযুদ্ধের বীরসেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকান্ডে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ আয়োজন করে। আইএসপিআর জানায়, অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি ছিলেন। সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়; প্রধান উপদেষ্টার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা; যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাঁদের খোঁজখবর নেন।