বিয়াম ফাউন্ডেশনের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে সম্প্রতি বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালককে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বিগত ২৮ ফেব্রুয়ারি রাত অনুমান ৩টা ১৫ মিনিটে বিয়াম ভবনের বিসিএস (প্রশাসন) কল্যাণ সমিতির ৫০৪ নম্বর কক্ষে সংঘটিত বিস্ফোরণে কক্ষটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভবনে অবস্থানরত প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গত ১ মার্চ বিয়াম ফাউন্ডেশন পরিদর্শন করেন এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। ভবনের ক্ষতিগ্রস্ত কক্ষ পরিদর্শন এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণে সিনিয়র সচিব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনাগুলো হলো- বিয়াম ফাউন্ডেশনের নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ভবনে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকবে। মাঠপর্যায়ের কোনো কর্মকর্তা বা কোনো অতিথি রাত ১১টার পর অবস্থানের জন্য বিয়ামে প্রবেশের প্রয়োজন হলে আগেই ফ্রন্ট ডেস্ককে অবহিত করতে হবে এবং তার বিবরণ রেজিস্টারে লিপিবদ্ধ থাকবে। প্রশাসনিক ভবনের মূল প্রবেশদ্বারে কলাপসিবল গেট বা এ ধরনের মজবুত ও নিরাপদ স্টেইনলেস স্টিলের গেট অতিসত্বর স্থাপন করতে হবে।