জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে রাজধানীর ভাটারা থেকে একটি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সোলমাইদ হাইস্কুলের কাছে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাপ্পী মিয়া। বাড়ি জামালপুরের ইসলামপুরে। তার কাছ থেকে চীনে তৈরি একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গতকাল এসব তথ্য জানান ৯৯৯-এর পরিদর্শ্বক (মিডিয়া) আনোয়ার সাত্তার। তিনি বলেন, ৯৯৯ নম্বরে কল করে একজন জানান ভাটারা এলাকায় এক ব্যক্তি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং দ্রুত পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন।