অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৫৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ৯০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৪৯৩ জন। আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, দেশি তৈরি এলজি, ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, তিনটি কার্তুজ, লোহার দা ও ছয়টি চাকু/ছোরা/স্যুইচ গিয়ার উদ্ধার করা হয়। গতকাল পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের আরও ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল সকালে সংবাদ বিজ্ঞপিতে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। রাজধানীতে গ্রেপ্তার ১৩১ : রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে মোট ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি হতে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট এবং থানা পুলিশের সমন্বয়ে মিরপুর, কাফরুল, গাবতলী, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, মোহাম্মদপুর, তেজগাঁও, পল্লবী, উত্তরা এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এসব অভিযানে অস্ত্র ও হত্যা মামলার আসামি, তালিকাভুক্ত চাঁদাবাজ, চিহ্নিত অপরাধী, অবৈধ জমি দখলকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ীসহ ১৩১ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।