বরিশালের বানারীপাড়া উপজেলায় কৃষক দল (কৃষক লীগ) নেতার হত্যা মামলার নামে থাকা একজন এবং বাকেরগঞ্জে ডাকাত হিসেবে অভিহিত করে এক যুবক হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পৃথক অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন- বানারীপাড়া উপজেলার করফাকর গ্রামের মৃত সামসুল হক হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার (৫০) এবং বাকেরগঞ্জ উপজেলার উত্তর কবাই গ্রামের শাহীন হাওলাদার, তার ভাই শামীম হাওলাদার ও একই গ্রামের শাহজাহান খানের ছেলে শওকত খান।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর বিকেলে বিএনপি-সম্পর্কীয় কটুক্তি করে বলিয়া কথার জেরে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফকে মারধর করা হয়; পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার নামধারী আসামি তুহিনকে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নার্গ এলাকা থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
অপরদিকে, গত ২৭ সেপ্টেম্বর রাতেই বাকেরগঞ্জ উপজেলার উত্তর কবাই গ্রামের সোহেল খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে; পরে মসজিদের মাইকে ডাকাত হওয়ার ঘটনা প্রচার করা হয়। সোহেলের পরিবার অভিযোগ করেছে জমি ইজারা সংক্রান্ত বিবাদে পরিকল্পিতভাবে তাকে মেরেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হয় ও গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ