চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৩৫৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বারসহ মোছা. আসমা (২৫) নামের এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের বাজারমূল্য ৫৮ লাখ ৫৮ হাজার ৭৫৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতে স্বর্ণ পাচারের সময় আসমাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা সীমান্তের কামারপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে বিজিবির নারী সদস্যরা তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল