বগুড়ায় টিএমএসএস হার্ট সেন্টারের আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য-“Don’t Miss a Beat”; অর্থাৎ—“একটি স্পন্দনও হারানো যাবে না”। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষে এদিন সকাল সাড়ে ৬টায় বগুড়া শহরের সাতমাথা চত্বরে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যার উদ্দেশ্য ছিল হার্ট সুস্থ রাখতে নিয়মিত সাইকেল চালানোর গুরুত্ব তুলে ধরা। এতে অংশ নেন প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এরপর সকাল সাড়ে ৭টায় শুরু হয় ম্যারাথন দৌড়। এটি টিএমএসএস হাসপাতাল থেকে শুরু হয়ে নওদাপাড়া হয়ে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সকাল ৯টা থেকে টিএমএসএস হাসপাতাল চত্বরে এবং সকাল ১০টা থেকে বগুড়া সাতমাথা চত্বরে স্থাপিত দুটি পৃথক হেলথ চেকআপ বুথে জনসাধারণের হার্ট ফিটনেস স্ক্রিনিং করা হয়। হৃদরোগ প্রতিরোধে ব্লাডপ্রেশার, স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতামূলক পরামর্শসহ বিনামূল্যে কনসালটেশন প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। বুথ উদ্বোধন করেন বগুড়া বিএমএ এর সভাপতি অধ্যাপক ডা. মো. আজফারুল হাবিব রোজ।
এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মো. মতিউর রহমান, প্রকল্প পরিচালক টিএমএসএস হার্ট সেন্টার অধ্যাপক ডা. মো. মজিবর রহমানসহ প্রমুখ।
এরপর মমইন সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের উচ্ছাসে মুখরিত হয় আয়োজন স্থল। সকাল ১১টায় টিএমএসএস হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় টিএমএসএস ক্যান্সার সেন্টারে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন চিকিৎসক, নার্স, কর্মকর্তাবৃন্দ। দুপুর ১২টায় নারী চিকিৎসক ও কর্মীদের জন্য আয়োজন করা হয় বালিশবদল খেলা।
আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুলনাহার পারভীন, উপদেষ্টা আয়েশা বেগম, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মোঃ মতিউর রহমান, পরিচালক (হাসপাতাল) ডা. এফ. এম. মুছা আল মানছুর, ডোমেইন প্রধান অধ্যাপক ডাঃ মোঃ অনুপ রহমান চৌধুরী, প্রকল্প পরিচালক টিএমএসএস হার্ট সেন্টার অধ্যাপক ডাঃ মোঃ মজিবর রহমানসহ টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেক্টরের বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ, টিএমএসএস উপদেষ্টা, নার্সবৃন্দ, কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন।
সভায় বক্তারা বলেন, দেশে প্রতি বছর প্রায় পৌনে তিন লাখ মানুষ হৃদরোগে মারা যান। অথচ সচেতনতা ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে ৮০% হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ সম্ভব। ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ধূমপান ত্যাগ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও মানসম্পন্ন ঘুম-এই অভ্যাসগুলো হৃদরোগ প্রতিরোধে কার্যকর। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। দিনব্যাপি আয়োজনের দ্বিতীয় পর্বে নওদাপাড়া ফাইভস্টার মমইন হোটেলে টিএমএসএস হার্ট সেন্টার বগুড়া আয়োজিত সুধি সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল