নারায়ণগঞ্জের ফতুল্লা শাসনগাঁও এলাকার আরএস কম্পোজিট কারখানা পরিদর্শন করেছেন শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গাজী জসিম উদ্দিন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ থেকে শুরু করে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কারখানার বিভিন্ন বিষয় তিনি পরিদর্শন করেন।
এ সময় শিল্প পুলিশের প্রধান গাজী জসিম উদ্দিন কারখানার বিভিন্ন সেক্টরে সরেজমিনে শ্রমিকদের কাজের পরিবেশ দেখেন। সেই সাথে মালিকপক্ষের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে ধারণা নেন।
পরিদর্শন শেষে গাজী জসিম উদ্দিন বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে এখানে এসেছি পরিদর্শনের জন্য। এই কোম্পানীগুলোই মূলত আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রধান ভূমিকা পালন করে থাকে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান হিসেবে বেশ কয়েকটি কারখানা পরিদর্শন করেছি। আজ আরএস গ্রুপের এই ফ্যাক্টরি দেখে অভিভূত হয়েছি।
তিনি আরও বলেন, কারখানার মালিকপক্ষ শুধু নিজেদের মুনাফার জন্য ব্যবসা করছেন তা নয়; দেশের ভাবমূর্তি কীভাবে উজ্জ্বল করা যায়, দেশের সম্মানকে কীভাবে উঁচু পর্যায়ে নেওয়া যায় সেটা মাথায় রেখে কাজ করছেন তারা। ওয়ার্ল্ড ওয়াইজ কমপ্লায়েন্স মেনটেইন করে শ্রমিকদের স্বার্থ, তাদের নানা ধরণের সুরক্ষার বিষয়গুলো মেনটেইন করে কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন করছে। তাদের মতো মানসিকতা অন্য ব্যবসায়ীদের মধ্যে তৈরি হোক সেটা কামনা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ