চীনে নির্মাণ কাজ শুরুর তিন বছর পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন। রবিবার সেতুটির উদ্বোধন করা হয়।
গুইঝো প্রদেশের বেইপান নদীর ওপর নির্মিত এ সেতুটি ডেক থেকে নিচ পর্যন্ত ৬২৫ মিটার (২ হাজার ৫১ ফুট) উঁচু, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ সেতুর খেতাব এনে দিয়েছে। মোট ২ হাজার ৮৯০ মিটার দীর্ঘ এবং ১ হাজার ৪২০ মিটার কেন্দ্রীয় স্প্যান বিশিষ্ট এই সেতু পাহাড়ি অঞ্চলে নির্মিত বৃহত্তম স্প্যানের সেতুর খেতাবও অর্জন করেছে। মাত্র তিন বছরে (২০২২ সালে নির্মাণ শুরু) সম্পন্ন হওয়া এ প্রকল্পটি লিউঝি-আনলং এক্সপ্রেসওয়ের অংশ, যা দুর্গম এই এলাকার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে।
সেতুটি চালুর আগে এ পারাপারে সময় লাগত প্রায় দুই ঘণ্টা। এখন সেই পথ পাড়ি দিতে লাগবে মাত্র দুই মিনিট, যা যোগাযোগ ব্যবস্থায় এক বিপ্লব এনে দিয়েছে। নতুন এ সেতুটি এর আগে সর্বোচ্চ সেতু হিসেবে স্বীকৃত একই নদীর ওপরে নির্মিত দুগে ব্রিজ (৫৬৫ মিটার উচ্চতা)কেও ছাড়িয়ে গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তারা, প্রকৌশলীরা এবং বাসিন্দারা অংশ নেন ও এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করেন। বিশ্বের “সেতু জাদুঘর” হিসেবে পরিচিত গুয়েঝো প্রদেশ আবারও তার আকাশরেখায় নতুন এক স্থাপনার সংযোজন করেছে।
শুধু যোগাযোগ নয়, হুয়াজিয়াং ব্রিজকে ঘিরে তৈরি হচ্ছে পর্যটনের নতুন কেন্দ্রও। সেতুতে থাকছে ২০৭ মিটার উচ্চতার দর্শনীয় লিফট, আকাশচুম্বী ক্যাফে এবং ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যাবে গভীর ক্যানিয়নের রোমাঞ্চকর দৃশ্য।
চীনের অব্যাহত অবকাঠামো উন্নয়ন অভিযানের অংশ হিসেবে এই বিশাল প্রকল্প দেশটির দুর্গম ভূখণ্ডে চরম প্রকৌশল দক্ষতার অনন্য নিদর্শন হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম