অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) আয়োজিত ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্লের সহযোগিতায়, সুফাসেক-ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশের (স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন) প্রকল্পের আওতায় শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে রাজশাহীতে শিশু সুরক্ষা বিষয়ক গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়।
রাজশাহীর হোটেল ওয়ারিশানের হলরুমে সকাল সাড়ে ১০টা থেকে ৩ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ সংলাপে শিশু যৌন নির্যাতন চিহ্নিতকরণ ও উদ্ধার কার্যক্রমের ওপর বিশেষভাবে আলোকপাত করা হয় একই সঙ্গে গণমাধ্যম কী ভূমিকা রাখতে পারে তা তুলে ধরা হয়।
শিক্ষাবিদ প্রফেসর ড. দিপকেন্দ্র নাথ দাসের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় তিনি শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসিডি টিম লিডার (অ্যাডভোকেসি, লবি অ্যান্ড নেটওয়ার্কিং) সুব্রত কুমার পাল এবং সমন্বয় করেন প্রোগ্রাম অফিসার আব্দুল হান্নান। বৈঠকে রাজশাহীর ২০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিশু যৌন শোষণ রোধে গণমাধ্যম, সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগ প্রয়োজন। এছাড়া উদ্ধার হওয়া শিশুদের পুনর্বাসন ও সমাজে পুনঃএকত্রীকরণের জন্য শক্তিশালী রেফারেল ব্যবস্থা গড়ে তোলা জরুরি। গোলটেবিল বৈঠক শেষে অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা কার্যক্রমে একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন