সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে সরকারি বিধি সাপেক্ষে কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন না করে অফিস চলাচলের ঘটনা নজরে এসেছে।
সোমবার সকাল ১১টা ও দুপুর ১২টা ৫০ মিনিটে গিয়ে দেখা যায়, অফিসের পতাকার খুঁটি ফাঁকা পড়ে আছে, তবে ভেতরে সব অফিস কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
স্থানীয়রা বিষয়টি দেখে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সম্ভবত অফিসের পতাকা উত্তোলনের দায়িত্বে থাকা কর্মী অনুপস্থিত ছিলেন।
কামারখন্দ উপজেলার সাব-রেজিস্ট্রার রাহুল ঘোষ মুঠোফোনে বলেন, “যে পতাকা উত্তোলনের দায়িত্বে আছে, আমি তার থেকে বিষয়টি জানব; প্রয়োজনে তাকে শোকজ করা হবে।”
অফিসের অন্য কর্মচারীরা এ বিষয়ে কথা বলতে আগ্রহ দেখাননি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ