বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন করেছে দেশের অন্যতম বৃহৎ ট্রাভেল এজেন্সি আকাশ বাড়ি হলিডেজ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বনানী ৭ নম্বর সড়কের জি-ব্লকে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আকাশ বাড়ি হলিডেজের কর্ণধার তৌহিদুল আলম মিল্কি বলেন, “বিশ্বব্যাপী পর্যটন শিল্প দ্রুত পরিবর্তিত হচ্ছে। ই-পাসপোর্ট, ডিজিটাল বোর্ডিং পাসসহ নানা আধুনিক প্রযুক্তি পর্যটনকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলছে। আমরাও এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আধুনিক ভ্রমণ সেবা নিশ্চিত করতে কাজ করছি।”
তিনি আরও জানান, আকাশ বাড়ি হলিডেজ মধ্যবিত্ত শ্রেণির নাগালের মধ্যে বিদেশ ভ্রমণ নিয়ে আসতে উদ্যোগ নিয়েছে। ক্রেডিট কার্ডধারীরা মাত্র ১,৯৯০ টাকায় বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। এছাড়াও আগামী এক মাস গ্রাহকদের জন্য বিনামূল্যে ভিসা পরামর্শ সেবা চালু থাকবে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আকাশ বাড়ি হলিডেজের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও শতাধিক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা