তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করার দাবিসহ ১০ দফা দাবিতে সারাদেশের মতো বরিশালেও পালিত হচ্ছে পেট্রোল পাম্পে অর্ধবেলা ধর্মঘট।
রবিবার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ধর্মঘট পালন করা হচ্ছে।
পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানান, বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক ঐক্য পরিষদের ডাকে ধর্মঘট পালন করা হচ্ছে। দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি নেয়া হবে।
এদিকে সকালে পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে তেল নিতে মানুষজন এসে না পেয়ে ফিরে যাচ্ছে। শিকার হচ্ছে দুর্ভোগের। আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানান তারা।
খাইরুল নামে এক যুবক বলেন, অফিসে যাওয়ার আগে সকালে পেট্রোল পাম্পে যাই মোটরসাইকেলে তেল নেয়ার জন্য। কিন্তু গিয়ে দেখি তারা তেল বিক্রি করছে না। ফলে পাম্পেই গাড়ি রেখে আসতে হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল